Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিপাইনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৫, নিখোঁজ ৫৯


২৪ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৪৩

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে ফিলিপাইন। টাইফুন ম্যাংখুতের পর দুটি পৃথক ভূমিধসের ঘটনা ঘটেছে দেশটিতে। সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে জানানো হয়, ফিলিপাইনে ভূমিধসে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ৯৫ জনে। এরমধ্যে ইতোগনে ৪৯ জন ও নাগা সিটিতে ৪৬ জনের মৃত্যু হয়।

ভূমিধসে নিখোঁজ রয়েছেন এখনো ৫৯ জন। নিখোঁজদের মধ্যে ইতোগনে ১৯ জন ও নাগা সিটিতে ৪০ জনকে উদ্ধারে এখনো তৎপরতা চলছে।

ফিলিপাই, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস,

ফিলিপাইন বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। আবহাওয়া বিষয়ক সংস্থা অ্যাকুয়া ওয়েদারের তথ্যমতে প্রতিবছর গড়ে ২০টি ঝড় ফিলিপাইনে ওপর দিয়ে বয়ে যায়। এরসাথে রয়েছে ভূমিধস, বন্যা ও খনি দুর্ঘটনা। চলতি মাসের ১৫ সেপ্টেম্বর দেশটিতে টাইফুন ম্যাংখুতে অন্তত ২০০ জনের মৃত্যু হয়। এরপর ভারি বৃষ্টিপাতের কারণে ইতোগন খনি এলাকায় প্রথমে গত ১৮ সেপ্টেম্বর ভূমিধসের ঘটনা ঘটে। দ্বিতীয় ভূমিধসটি ঘটে নাগা সিটিতে ২০ সেপ্টেম্বর।

২০১৩ সালে সুপার টাইফুন হাইয়ানের আঘাতে ফিলিপাইনে মারা যায় ৬ হাজারের বেশি মানুষ। ২০০৯ সালে টাইফুন কেটসনার কারণে বন্যায় ম্যানিলায় ৭০০ মানুষের মৃত্যু হয়।

সারাবাংলা/এনএইচ

প্রাকৃতিক দুর্যোগ ফিলিপাই ভূমিধস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর