চট্টগ্রাম থেকে চুরি হওয়া ট্রাক সাতকানিয়ায় উদ্ধার, গ্রেফতার ৩
২৪ সেপ্টেম্বর ২০১৮ ১৯:০৭
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরী থেকে চুরি যাওয়া একটি ট্রাক সাতকানিয়া উপজেলা থেকে উদ্ধার করেছে বাকলিয়া থানা পুলিশ। ট্রাক চুরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে ট্রাকটি সাতকানিয়া থানার এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রাম থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।
গ্রেফতার তিনজন হলেন-আব্দুর রশিদ (২০), সোহেল (২০) ও বেলাল (২৩)।
এই ঘটনায় জড়িত হেলাল নামে একজন এখনও পলাতক আছেন বলে সারাবাংলাকে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।
গত ২১ সেপ্টেম্বর রূপন দত্তের মালিকানাধীন ট্রাকটি বাকলিয়া থানার ওয়াপদা গেইট এলাকায় রাখা ছিল। সেখান থেকেই এটি চুরি হয় বলে জানান ওসি। মামলা দায়েরের পর পুলিশ সাতকানিয়ার বিভিন্ন জায়গা থেকে তিনজনকে গ্রেফতার করে এবং তাদের স্বীকারেক্তির ভিত্তিতে ট্রাকটি উদ্ধার করে।
ওসি জানান, আব্দুর রশিদ আগে ট্রাকটির চালকের সহকারী ছিলেন। সেসময় তিনি একটি বিকল্প চাবি বানান। পরে চারজন মিলে ট্রাকটি চুরির পরিকল্পনা করেন। ট্রাকটি চুরি করতে পারলে তার এক লাখ টাকা পাবার কথা ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।
সারাবাংলা/আরডি/এসএমএন