Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঁশখালীতে ধারালো অস্ত্রসহ ৭ ’ডাকাত’ আটক


২৪ সেপ্টেম্বর ২০১৮ ২১:৪২

।। স্পেশাল করেসপন্ডেন্ট  ।। 

চট্টগ্রাম ব্যুরো: মাছ ধরার ট্রলারে ডাকাতির জন্য সাগরে রওনা দেওয়ার সময় সাতজনকে আটক করেছে চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঁশখালী উপজেলার খানখানাবাদ বেড়িবাঁধ এলাকায় সাগরের তীর থেকে তাদের আটক করা হয়েছে।

আটক ছয়জন হলেন- আবদুল মান্নান (৩০), মুহাম্মদ মামুন (২২), মিনহাজ (১৮), রবি আলম (২৫), মুহাম্মদ ফারুক (২৪), ফরিদ (৩৫) এবং আবু ছায়েদ (৫৫)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন সারাবাংলাকে বলেন, এই ডাকাত চক্রের সদস্যরা সাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতি করে। মাঝ সাগরে ডাকাতি করতে গিয়ে তারা খুনোখুনির ঘটনাও ঘটায়। এবারও ডাকাতির জন্য সাগরে যাচ্ছিল। সব প্রস্তুতি শেষ করে সাগরে রওনা দেওয়ার আগে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

আটক সাতজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সারাবাংলা/আরডি/জেডএফ

ডাকাতি সাতকানিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর