Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাল সিঙ্গাপুর যাচ্ছেন ড. কামাল


২৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা : পায়ের চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) তার সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।

গণফোরামের এই নেতা জানান, পায়ের চিকিৎসার জন্য বৃহস্পতিবার কামাল হোসেন সিঙ্গাপুরে যাবেন। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। চিকিৎসা শেষে আগামী ৩ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার।

এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদও ডাক্তারি পরীক্ষার জন্য পাঁচদিনের সফরে সিঙ্গাপুর গেছেন। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি এবং মেজর মো. খালেদ আখতার (অব.)।

মেডিকেল চেকআপ দেশে ২৯ সেপ্টেম্বর দেশে ফেরার কথা এরশাদের।

সারাবাংলা/এএইচএইচ/এসএমএন

 

ড. কামাল হোসেন পায়ের চিকিৎসা সিঙ্গাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর