অস্ত্রসহ একজনকে আটক করেছে বিজিবি
২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নওগাঁ: নওগাঁর ধামইরহাটে ১৪-বিজিবি অস্ত্রসহ ১ জনকে আটক করেছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে মোঃ শাফায়েত হোসেন নামের ঐ ব্যক্তিকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. জাহিদ হাসান।
কর্নেল মো. জাহিদ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৫ টায় ১৪-বিজিবির অধীনস্থ কড়িয়া কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আব্বাস আলী দেওয়ান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। অভিযানে পাগলাদেওয়ান বিওপি’র মেইন পিলার ২৭২/৬-এস সংলগ্ন পশ্চিম রুপনারায়নপুর গ্রামে মোঃ শাফায়েত হোসেনের(৩৫) বাড়ি থেকে একটি দেশীয় শ্যুটারগান উদ্ধার করা হয় ও তাকে আটক করা হয়।
তবে অস্ত্রের সাথে কোন গোলাবারুদ পাওয়া যায়নি।
আরও পড়ুন: শেষ হলো বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন
উল্লেখ্যে, গত ১০ সেপ্টেম্বর একই এলাকা থেকে ১৪-বিজিবি ১ রাউন্ড গুলিসহ আরও একটি অস্ত্র উদ্ধার করে। সম্প্রতি সীমান্তবর্তী ধামইরহাট এলাকায় প্রায় অস্ত্র উদ্ধার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সারাবাংলা/এনএইচ