বঙ্গোপসাগরে মহড়ার সময় বিস্ফোরণে দুই নৌ সেনা নিহত, আহত ৫
২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:২০
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: বঙ্গোপসাগরে মহড়া চলাকালে টেস্ট ফায়ারিংয়ে কার্তুজ বিস্ফোরণে নৌবাহিনীর দুই সদস্য নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর সীমানার বাইরে গভীর সাগরে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, নৌবাহিনীর একটি জাহাজে গভীর সাগরে গিয়ে ফায়ারিং অনুশীলন করছিলেন নৌ সদস্যরা। অস্ত্র তাক করে অনুশীলনের সময় দুইটি কার্তুজের হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে দুজনের মৃত্যু হয়। মহড়ায় আহতদের নৌবাহিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত দুইজন জুনিয়র কমিশনড অফিসার বলে জানায় আইএসপিআর।
সারাবাংলা/আরডি/একে