Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের গুলিতে ১৪ ছাত্র আহত


৩ জানুয়ারি ২০১৮ ০৮:২৫ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৩৪

মেডিকেল করেসপন্ডেট

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পুলিশের শর্টগানের গুলিতে ১৪ ছাত্র আহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়।

আহতরা হলেন, ঢাকা পলিটেকনিক ইনিস্টিটিউট এর লতিফ হলের ছাত্র রাশেদ, মাজহারুল ইসলাম মানিক, এস এস শাহ জালাল, নাদিম, জাহিদুল ইসলাম, রনি, আব্দুল্লাহ আল মামুন, বাসুদেব, বাবলু ও সাইফুল ইসলাম, রাশেদ, তরিকুল ইসলাম, আপন ও আকাশ।

ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র ফয়সাল মাহমুদ জানান, স্থানীয় বেগুনবাড়ি বস্তির কিছু লোক ইনস্টিটিউটের আশপাশে মাদক বিক্রি ও সেবন করে। এদেরকে বাধা দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং মারামারির ঘটনা ঘটে। এরপর পুলিশ ঘটনা স্থল ইন্সটিটিউটের লতিফ হলের সামনে এসে ছাত্রদের লক্ষ্য করে শর্টগানের গুলি চালায়। এতে তারা আহত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া এ সব তথ্য নিশ্চিত করে জানান, ছাত্রদের হাতে-পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় শর্টগানের গুলি লেগেছে।

সারাবাংলা/এসআর/জেডএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর