Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে পরমাণু নিরস্ত্রীকরণ নয়’


৩০ সেপ্টেম্বর ২০১৮ ১২:৫৯

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থায় তার দেশ পরমাণু নিরস্ত্রীকরণ করবে না। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন। খবর বিবিসি।

রি ইয়ং হো বলেন, নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের বিশ্বাস আরও গভীর করে তুলছে।

নিজেদের সদিচ্ছা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি উল্লেখ করে রি ইয়ং বলেন, জাতীয় স্বার্থের কথা চিন্তা করে উত্তর কোরিয়া একতরফা নিজেদের পরমাণু নিরস্ত্রীকরণ করবে না।

পিয়ংইয়ং এর আগেও বেশ কয়েকবার জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এ ব্যাপারে রাশিয়া ও চীন দেশটির পক্ষে রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র বলছে, পুরোপুরি পরমাণু কর্মসূচি প্রত্যাহার না করা পর্যন্ত দেশটির ওপর নিষেধাজ্ঞা বজায় রাখা হবে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উন গত জুন মাসে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন। উত্তর কোরিয়া নিজেদের পরমাণু স্থাপনাগুলো বন্ধ করবে বলে দুই নেতা সম্মত হলেও বাস্তবায়নের ধীর প্রক্রিয়ার জন্য তা থেমে আছে।

ট্রাম্প অভিযোগ করে বলছেন, চীনের বাণিজ্যিক চাপের কারণে উত্তর কোরিয়া তাদের পরমাণু স্থাপনাগুলো এখনও ধ্বংস করছে না।

সারাবাংলা/এনএইচ

উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর