চাকরি স্থায়ী করার দাবিতে বার্ন ইউনিট কর্মচারীদের প্রতীকি অনশন
৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩৬
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: চাকরি স্থায়ী করার দাবিতে প্রতীকি অনশন কর্মসূচি পালন করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অনিয়মিত ৬৮ জন কর্মচারী। রবিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন।
অনিয়মিত কর্মচারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির নেতারা। কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন অনিয়মিত কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জীবন মিয়া।
তিনি বলেন, ‘বার্ন ইউনিটের ৬৮জন অনিয়মিত কর্মচারীদের স্থায়ী ভাবে নিয়োগ দিতে হবে। আমরা বার্ন ইউনিটে দীর্ঘ ১৫ বছর কাজ করার কারণে আমাদের সরকারি চাকরির জন্য বয়স ও যোগ্যতা শিথিল করে স্থায়ীভাবে ৬৮ জনকে নিয়োগ দিতে হবে।’
ঢামেক হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি মো. আবু সাঈদ অনিয়মিত কর্মচারীদের সাথে একাত্মতা ঘোষণা করে বলেন, ‘১৫ বছর ধরে তারা বিনা বেতনে কাজ করছে। তাদেরও পরিবার আছে। তাদের দীর্ঘদিনের আশা চাকরি স্থায়ী হবে। এই আশায় তারা বার্ন ইউনিটে এত বছর কাজ করে আসছে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলব, তারা যেন এই ৬৮ জন কর্মচারীর চাকরি স্থায়ী করার ব্যবস্থা নেন।’
পরে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক সাজ্জাদ খন্দোকার, বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন, ও অধ্যাপক ডা. আবুল কালাম কর্মচারীদের কাছে আসেন।
এসময় সামন্ত লাল সেন আগামী বুধবার পর্যন্ত কর্মচারীদের কাছে সময় চান। আজই তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে কথা বলতে যাবেন বলেও জানান।
এ সময় চতুর্থ শ্রেণির সভাপতি আবু সাঈদ কর্মচারীদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করেন।
কর্মচারী জীবন মিয়া বলেন, ‘কর্তৃপক্ষ তাদের বুধবার পর্যন্ত সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে তারা ব্যবস্থা নিবে। এই আশ্বাসে তারা আজকের মতো অনশন শেষ করেন। বুধবার পর্যন্ত যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় পরবর্তীতে আবার কর্মসূচি দেওয়া হবে।’
সারাবাংলা/এসএসআর/এমও