Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন ডেস্ট্রয়ারকে তাড়িয়ে দিল চীনের যুদ্ধজাহাজ


২ অক্টোবর ২০১৮ ১৮:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় একটি মার্কিন ডেস্ট্রয়ারকে খুব কাছে থেকে দিক পরিবর্তনে বাধ্য করেছে চীনের যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে এ ঘটনাকে ‘ঝুঁকিপূর্ণ ও অপেশাদার’ বলে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার(২ অক্টোবর) বিবিসির এক সংবাদ প্রতিবেদনে একথা জানানো হয়।

রোববার(৩০ সেপ্টেম্বর) ক্ষেপণাস্ত্র বিধ্বংসী মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস ডেকাটুর নিয়মমাফিক টহলের অংশ হিসেবে স্প্রান্টলি দ্বীপপুঞ্জের জেভান ও জনসন প্রবাল প্রাচীরের ১২ নটিক্যাল মাইল দূর দিয়ে যায়। এসময় চীনা রণতরী লুয়াং বিপজ্জনক আচরণ করে। এটি মাত্র ৪৫ ইয়ার্ড দূরে থেকে মার্কিন ডেস্ট্রয়ারটিকে দিক নির্দেশনা দেয় ও দূরে সরে যেতে বলে। খুব কাছে থাকায় দুই নৌ তরীর সংঘর্ষ হতে পারতো।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক নিয়ম অনুসারে যেকোন রাষ্ট্রের মূল ভূখণ্ডের ১২ নটিক্যাল মাইল পর্যন্ত কোন দেশ নিজেদের কর্তৃত্ব দাবি করতে পারবে। তাই মার্কিন নৌ বাহিনী বলছে তারা নিয়মভঙ্গ করেনি। তবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জানায়, অনুমতি ছাড়াই যুক্তরাষ্ট্র বারবার দক্ষিণ চীনের দ্বীপপুঞ্জে সামরিক যান পাঠাচ্ছে। যা চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি। যুক্তরাষ্ট্রের কারণে দেশ-দুটির সামরিক বন্ধন নষ্ট হচ্ছে ও আঞ্চলিক শান্তি বিনষ্ট হচ্ছে।

গুরুত্বপূর্ণ নৌ-রুট ও খনিজ সম্পদের ভরপুর দক্ষিণ চীনের বিতর্কিত ঐ অঞ্চলের দাবিদার চীন ছাড়াও তাইওয়ান, ফিলিপাইন, ব্রুনাই, মালয়েশিয়া ও ভিয়েতনাম।

সারাবাংলা/এনএইচ

চীন-মার্কিন দ্বন্দ্ব