।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা বাড়ছেই। বুধবার (৩ সেপ্টেম্বর) বিবিসির সবশেষে প্রতিবেদন অনুযায়ী এই সংখ্যা অন্তত এক হাজার ৩৪৭ জন।
৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি প্রথমে ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে আঘাত হানে। একইসঙ্গে উপকূলীয় শহর পালুতে আঘাত হাতে সুনামি।
দেশটির অসহায় মানুষ যেন খাবার, পানি আর জ্বালানির খোঁজে বিভিন্ন দোকানপাটে হামলা না চালায় সেজন্য বিপনীবিতানে বসানো হয়েছে পুলিশের পাহারা। এরইমধ্যে কম্পিউটার ও অর্থ চুরির দায়ে কয়েকজনকে আটক করা হয়েছে।
দেশটির জাতীয় পুলিশের উপপ্রধান আরি দোনো সুকমানতো জানিয়েছেন, দ্বিতীয় দিন থেকেই খাদ্য সহায়তা আসতে শুরু করেছে। এখন সেগুলো বিরতণ করা হচ্ছে। তারা আইনের যথাযথ প্রয়োগ করছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
তবে সেতু ভেঙে পড়া, রাস্তা বন্ধ হয়ে যাওয়া, পালুর বিমানবন্দরও আংশিক বন্ধ থাকা, টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পরার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সাহায্য পৌঁছানো কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে সুলাবেসির দুর্গম এলাকায় মানুষের জন্য ত্রাণ নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এর মধ্যেও কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
জাতিসংঘের মানবিক সহায়তা কেন্দ্র জানিয়েছে, অন্তত দুই লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন। এদের মধ্যে বেশিরভাগই শিশু।
সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য
উল্লেখ্য, গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩ মিনিটে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে সুলাবেসি দ্বীপে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এর পরপরই আঘাত হানে সুনামি।
আরো পড়ুন : ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা পেরুলো ১২০০
সারাবাংলা/এসএমএন