Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টে বিএনপি নেতারা, ৭ জনের জামিন মঞ্জুর


৩ অক্টোবর ২০১৮ ১১:১০

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

 ঢাকা: পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে হাতিরঝিল থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ বিএনপির শীর্ষ সাত নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৩ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের হাইকোর্ট বেঞ্চ পুলিশ প্রতিবেদন দেওয়ার চার সপ্তাহ পর পর্যন্ত জামিনের এ আদেশ দেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জামিনপ্রাপ্তরা হলেন- নজরুল ইসলাম, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক বরকত উল্লাহ বুলু ও ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

পরে জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘এই সরকারের শেষ সময়ে মৃত মানুষের বিরুদ্ধেও মামলা দিচ্ছে, বিদেশে আছেন তাদের বিরুদ্ধেও গায়েবি মামলা হয়। একের পর এক ভৌতিক মামলা দিয়ে যাচ্ছে সরকার। ঘটনা ঘ‌টে নাই, ঘটনার বাস্তবতা নাই মামলা দিয়ে যাচ্ছে সরকার।’

‌তি‌নি ব‌লেন, এই সরকার একদিকে বলছে তারা নির্বাচনে বিরোধী দলকে আমন্ত্রণ জানাচ্ছে। অন্যদিকে শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে যাচ্ছে।

‌তি‌নি ব‌লেন, পৃথিবীর ইতিহাসে এমন মামলা নেই, ভার‌তেও আমরা দে‌খি নাই। পাকিস্তানেও নাই। এমন‌কি স্বৈরাতা‌ন্ত্রিক দে‌শেও নাই। কিন্তু এখা‌নে ভৌ‌তিক মামলা দেওয়া হ‌চ্ছে।

‌তি‌নি ব‌লেন, নিম্ন আদালতগু‌লো সরকারের করায়ত্বে র‌য়ে‌ছে। ত‌বে আমা‌দের বিশ্বাস স‌র্বোচ্চ আদাল‌তে আমরা বিচার পাব। সেই ল‌ক্ষ্যে আমরা শীর্ষ নেতা‌দের স‌র্বোচ্চ আদাল‌তে সা‌রেন্ডার ক‌রি‌য়ে‌ছি। উভয়প‌ক্ষের বক্তব্য শু‌নে‌ছে। আদালত প্রতিবেদন জমা দেওয়ার চার সপ্তাহ পর আত্মসমপর্ন কর‌তে বলে‌ছেন।

বিজ্ঞাপন

পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অর্ধ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে গত ৩০ সেপ্টেম্বর হাতিরঝিল থানায় মামলা করে পুলিশ।

আসামির তালিকায় রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সভাপতি হাবিবুন নবী খান সোহেল, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্তত ৫০ নেতাকর্মী।

সারাবাংলা/এজেডকে/এমএইচ/জেডএফ

আদালত জামিন মামলা হাইকোর্ট

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর