বিদ্যুতের কাজ করার সময় একজনের মৃত্যু
৩ অক্টোবর ২০১৮ ১৫:৩৩
।। স্টাফ করেনপন্ডেন্ট ।।
ঢাকা : রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন। নিহত সুজন মিয়া (২৫) একটি ডেভেলপার কোম্পানিতে বিদ্যুৎ মিস্ত্রী হিসেবে কাজ করতেন।
বুধবার (৩ অক্টোবর) বেলা ১২টার দিকে কারওয়ান বাজার এলাকার পশ্চিম তেজতুরী বাজারে এই ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় সুজন মিয়াকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দুপুর সোয়া ১টার দিকে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এপিক ডেভেলপমেন্ট কোম্পানির প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, তাদের প্রতিষ্ঠানে বিদ্যুতের মিস্ত্রি হিসেবে কাজ করতেন সুজন মিয়া। বেলা ১২টার দিকে কোম্পানির একটি ভবনে বিদ্যুতের কাজ করার সময় স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে আল রাজী হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে নেওয়া হয় ঢামেক হাসপাতালে। তবে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুজন মিয়ার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুরে বলেও জানান জাহিদুল ইসলাম।
ঢামেক হাসপতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সুজন মিয়ার লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসআর/এসএমএন