শহিদুল আলমকে ডিভিশনের আদেশ আপিলে বহাল
৪ অক্টোবর ২০১৮ ১৩:০৩
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় কারাগারে থাকা আলোকচিত্রী ড. শহিদুল আলমকে কারাগারে ডিভিশন দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে, গত ৫ সেপ্টেম্বর তথ্যপ্রযুক্তি আইনের মামলায় কারাগারে থাকা আলোকচিত্রী ড. শহিদুল আলমকে ডিভিশন দিতে নির্দেশ দেন হাইকোর্ট।
তার স্ত্রীর করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব ও কারা কর্তৃপক্ষের প্রতি এ আদেশ দেওয়া হয়। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে শহিদুলকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। পরদিন তার নামে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন-
শহিদুল আলমকে ডিভিশন দেওয়ার নির্দেশ
শহিদুল আলমের গ্রেফতারের সিদ্ধান্ত যথার্থ: জয়
শহিদুল আলমের জামিন শুনানিতে বিব্রত হাইকোর্ট
শহিদুল আলমকে ডিভিশন দিতে হাইকোর্টের আদেশ বহাল
সারাবাংলা/এজেডকে/টিআর