বাসচাপায় স্কুলছাত্রী মৃত্যুর গুজব, গাড়িতে আগুন
৪ অক্টোবর ২০১৮ ১৪:২৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের কাঁচপুরে বাসের ধাক্কায় গুরুতর আহত স্কুলছাত্রী মৃত্যুর গুজবের জের ধরে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে আড়াই ঘণ্টা ধরে এ অবরোধ চলে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
এলাকাবাসী জানায়, কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে নবম শ্রেণির শিক্ষার্থী ও সোনাপুর গ্রামের মিন্টু মিয়ার মেয়ে সাদিয়া আক্তার রাস্তা পার হচ্ছিল। কাঁচপুর থেকে মদনপুরগামী একটি বাস তাকে চাপা দেয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী চাপা দেওয়া বাসে অগ্নিসংযোগ করে। রাস্তার ১০-১২টি গাড়ি ভাঙচুর করেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, ঘাতক বাসের চালক ও হেলপারের বিচার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। পরে বিক্ষোভকারীদের বিচারেরআশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
সারাবাংলা/এমএইচ