Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি


৫ অক্টোবর ২০১৮ ১৭:১৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামী ৩০ জানুয়ারির মধ্যে শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া, মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণ, বিভিন্ন টার্মিনালে অবৈধ চাঁদা আদায় বন্ধ করাসহ ১২ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। এ দাবি মানা না হলে আগামী ৩১ জানুয়ারি থেকে পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শুক্রবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অনশনে তারা এই হুঁশিয়ারি দেন।

প্রতীকী অনশনে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী বলেন, ‘আগামী ৩০ জানুয়ারি ২০১৯ এর মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করা না হলে ৩১ জানুয়ারি ২০১৯ তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিবহন ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’

সারাবাংলা/এসও/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর