Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় জামায়াত নেতা আটক, জিহাদি বই জব্দ


৬ অক্টোবর ২০১৮ ১১:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

গাইবান্ধা : নাশকতা সৃষ্টির উদ্দেশে গোপন বৈঠক করার সময় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে।

আটক মো. মোমিনুল মাস্টার গোবিন্দগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি। শুক্রবার রাতে নিজের বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। এসময় ওই বাড়িটি থেকে জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, জামায়াতে ইসলামী বাংলাদেশের কিছু নেতা-কর্মী সংঘবদ্ধ হয়ে সরকার বিরোধী সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশে গোপনে বৈঠক করছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে শুক্রবার রাতেই অভিযান চালানো হয়। অভিযানে বেশ কিছু জিহাদি বই, জামায়াতে ইসলামীর সাংগঠনিক বই এবং প্রচারণামূলক লিফলেটসহ মোমিনুল মাস্টারকে  আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

গাইবান্ধা গোবিন্দগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর