Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হলো সিসিমপুরের নতুন মৌসুম


৬ অক্টোবর ২০১৮ ১৩:২১

শুরু হলো সিসিমপুরের নতুন মৌসুম

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

সিসিমপুর বাংলাদেশের জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা বিভিন্ন শিক্ষামূলক বিষয় সম্পর্কে জানতে পারে। শিখতে পারে। ২০০৩ সালে প্রথম বাংলাদেশ টেলিভিশনে প্রচার শুরু হয় এই অনুষ্ঠান। এরই মধ্যে  অনুষ্ঠানটির ১০ টি মৌসুম শেষ হয়ে গেছে। এবার শুরু হয়েছে ১১তম মৌসুম।

শুক্রবার (৪ অক্টোবর) নতুন মৌসুমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট, সেগুনবাগিচায়।


আরও পড়ুন :  সম্পর্কের জটিল সমীকরণ ‘হ্যালো ভালোবাসা’


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার। বিশেষ অতিথি ছিলেন ইউএসএআইডি-এর মিশন ডাইরেক্টর ডেরিক ব্রাউন। উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক সুরথ কুমার সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষা (পিএইচএনই) এর পরিচালক ক্যারল ভ্যাসকুয়েজ, ইউএসএআইডি, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান এবং ইন্টারন্যাশনাল প্রজেক্ট সিসেমি ওয়ার্কশপের  ভাইস প্রেসিডেন্ট ড্যানি লেবিন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিসেমি ওয়ার্কশপের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সিসিমপুর বাংলাদেশি শিশুদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আমরা শিশুর প্রারম্ভিক শিক্ষা নিয়ে কাজ করছি।’ সিসিমপুরকে ধারাবাহিকভাবে সহযোগিতা করার জন্য ইউএসএআইডিকে ধন্যবাদ জানান তিনি।


আরও পড়ুন :  বিদায় বললেন ক্যাপ্টেন আমেরিকা


সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ একটি অলাভজনক প্রতিষ্ঠান যা শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান সিসিমপুর তৈরি করে থাকে। ২০০৫ সালে ইউএসএআইডি-এর সহায়তায় বাংলাদেশে সিসিমপুরের যাত্রা শুরু হয়, যা শিশুদেরকে অনেক বেশি সম্পন্ন, সবল ও সদয় হয়ে উঠতে কাজ করে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে সিসিমপুরের বন্ধুদের সাথে মজার মজার গল্প করার জন্য উপস্থিত ছিল সিসিমপুরের টুকটুকি, হালুম, ইকরি ও শিকু।

সারাবাংলা/আরএসও/পিএম


আরো দেখুন :

সারাবাংলা’য় আড্ডা। অতিথি : শিমুল মুস্তাফা। উপস্থাপনা : পলাশ মাহবুব

ইকরি টুকটুকি মিকরি সিসিমপুর হালুম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর