Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চীনের দুই নাগরিক দগ্ধ


৭ অক্টোবর ২০১৮ ০৯:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : রাজধানীর উত্তরার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন বিদেশি নাগরিক দগ্ধ হয়েছেন।

শনিবার (৭ অক্টোবর) রাতে ১২ নম্বর সেক্টরে এই ঘটনা ঘটে। আহতরা চীনের নাগরিক। এরা হলেন-জিও (৩৭) ও জুলি (৩৫)।

দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এখন তারা সেখানেই চিকিৎসাধীন।

উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, জিও ও জুলি উত্তরার ১২ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি ভবনের ষষ্ঠ তলায় থাকতেন। রাতে বাসায় ছোট গ্যাস সিলিন্ডার সংযুক্ত চুলায় চা গরম করছিলেন। এমন সময়ে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে তারা দগ্ধ হন।

বিজ্ঞাপন

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, গতরাত ১২ টার দিকে দুই চীনা নাগরিককে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে জুলির শরীরের ২৩ শতাংশ এবং জিওর শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছে। এখন তারা বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন।

সারাবাংলা/এসআর/এসএমএন

অগ্নিদগ্ধ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ চীনা দগ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর