Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে চারতলার ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু


৮ অক্টোবর ২০১৮ ১৭:৪৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

জয়পুরহাট : জয়পুরহাটে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে আদুরী (২৬) নামে একজন মারা গেছেন।

সোমবার (৮ অক্টোবর) দুপুরে জয়পুরহাট শহরের সবুজ নগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আদুরী ওই এলাকার সুলতান মাহমুদের স্ত্রী।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আদুরী আমড়া ফল পাড়তে ছাদ থেকে গাছে উঠতে চেষ্টা করছিলেন। এসময় পা পিছলে গেলে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। দ্রুত তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিলো আদুরীকে। তবে সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সারাবাংলা/এসএমএন

 

 

ছাদ থেকে পড়ে মৃত্যু

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর