Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গায়েবি মামলার তদন্তে দ্বিধাবিভক্ত আদেশ


৯ অক্টোবর ২০১৮ ১৬:৩৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিএনপির সিনিয়র আইনজীবীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সেপ্টেম্বর মাসে দায়ের করা মামলার মধ্যে ‘চার হাজার গায়েবি মামলা’ দাবি করে তদন্ত চেয়ে দায়ের করা রিটের দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৯ অক্টোবর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদশ দেন।

জ্যেষ্ঠ বিচারপতি রুল জারি করে আদেশ দিলেও দ্বিমত পোষণ করে আদেশ দেন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি। দ্বিধাবিভক্ত আদেশ হওয়ায় নিয়ম অনুযায়ী বিষয়টি এখন তৃতীয় একটি বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেবেন প্রধান বিচারপতি।

রিটের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারল মমতাজ উদ্দিন ফকির, মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

গত ২২ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করা হয়। রিটে সারাদেশে বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীসহ নেতাকর্মীদের বিরুদ্ধে করা চার হাজার মামলা এবং তিন লাখেরও বেশি লোককে আসামি করার কারণ জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে, এ বিষয়ে অনুসন্ধান করার জন্য স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

আরও পড়ুন: গায়েবি মামলার তদন্ত চেয়ে রিটের আদেশ মঙ্গলবার

সারাবাংলা/এজেডকে/এমও

গায়েবি মামলা হাইকোর্ট


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর