ডিজিটাল সিকিউরিটি আইন মত প্রকাশের স্বাধীনতায় বাধা: জাতিসংঘ
৯ অক্টোবর ২০১৮ ১৮:৪৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ‘রাষ্ট্রপতির সদ্য অনুমোদন দেওয়া ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংবাদপত্র এবং মত প্রকাশের স্বাধীনতায় প্রধান অন্তরায় হিসেবে কাজ করবে। এই আইনটি ব্যক্তি স্বাধীনতায়ও হস্তক্ষেপ করবে। উল্টোদিকে পাস হওয়া আইনটির ফলে পুলিশ বাহিনী ক্ষমতা প্রয়োগের অগাধ স্বাধীনতা ভোগ করবে।’
মঙ্গলবার (৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার সংস্থার কমিশনারের মুখপাত্র রাভিনা সামডাসানি জেনেভা থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানান।
জাতিসংঘের মানবাধিকার সংস্থার কমিশনারের মুখপাত্র রাভিনা সামডাসানি বিবৃতিতে বলেন, ‘গত সোমবার বাংলাদেশ সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পাস করেছে। পাস হওয়া আইনটি খুবই উদ্বেগের কেননা, এই আইনটির ধারাগুলো মত প্রকাশের স্বাধীনতায় প্রধান অন্তরায় হিসেবে কাজ করবে। আইনটি ব্যক্তি স্বাধীনতায়ও হস্তক্ষেপ করবে।’
‘আইনটি সাংবাদিক, ব্লগার, ভাষ্যকর, কলামিস্ট, ইতিহাসবিদসহ মুক্তমতের চর্চায় বাধার সৃষ্টি করবে। শুধু একক ব্যক্তি নয় আইনটি গোটা সমাজের মত প্রকাশের স্বাধীনতাতে হস্তক্ষেপ করবে।’
‘আইনটি পুলিশ বিভাগকে ব্যাপক শক্তিশালী করেছে। পুলিশের সদস্যরা এই আইনের কারণে বিনা ওয়ারেন্টে যে কাউকে আটক করার ক্ষমতার অধিকারী হয়েছে। এই আইনের একাধিক ধারা জামিনযোগ্য নয়, বাংলাদেশের প্রেক্ষাপটে যা খুবই উদ্বেগের।’
‘নাগরিক এবং রাজনৈতিক অধিকার রক্ষায় বাংলাদেশ বৈশ্বিক অঙ্গনে যে অঙ্গিকার করেছে আইনটি পাসের ফলে সেই অঙ্গিকার এখন প্রশ্নবিদ্ধ। আমরা বাংলাদেশের সরকারের প্রতি আহবান জানাচ্ছি, অনতিবিলম্বে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংশোধন করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার চর্চা করার, যাতে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা অক্ষুন্ন থাকে’, বলা হয় জাতিসংঘের পক্ষ থেকে।
প্রয়োজনে এই বিষয়ে সহায়তা করার জন্য জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।
সারাবাংলা/জেআইএল/এমও