Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাপের কামড়ে মা-ছেলের মৃত্যু


১০ অক্টোবর ২০১৮ ১১:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে সাপের কামড়ে অন্তসত্ত্বা গৃহবধূ ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ওই গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা রাবেয়া খাতুন (২৫) তার ছেলে সিয়াম (৪)।

মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসান মির্জা জানান, রাতে মা ও ছেলে নিজ ঘরের মেঝেতে ঘুমিয়েছিল। রাত ১ টার দিকে বিষধর সাপ তাদের দুজনকেই কামড় দেয়। সাপের কামড়ে তারা চিৎকার করতে থাকে। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা তাদের দ্রুত তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক না থাকায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে মা-ছেলের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

মা-ছেলে সাপের কামড় সাপের কামড়ে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর