Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট, পল্টন থানায় ফখরুলের জিডি


১১ অক্টোবর ২০১৮ ২০:০৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নিজের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট দেখে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাজধানীর পল্টন থানায় এ ডায়েরি করেন তিনি।

জিডিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমার নামে কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালু করেছে। তাদের মধ্যে ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর-মহাসচিব’ নামে জনৈক মহিউদ্দিন ভুইয়া, ঢাকা— এই নাম পাওয়া গেছে। আমি নিজে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি। এ বিষয়ে আপনাদের অবগতির জন্য আমি সাধারণ ডায়েরি করছি।”

বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সচিব মো. ইউনুস সারাবাংলাকে সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেন।

পরে পল্টন থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এসআই সুলতানা রহমানও সারাবাংলাকে জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুকে তার নামে ভুয়া অ্যাকাউন্ট বিষয়ক একটি জিডি করেছেন।

সারাবাংলা/এজেড/টিআর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর