Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন ২৫ নভেম্বর


১৫ অক্টোবর ২০১৮ ১৩:২৭ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১৩:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন নাহার রুনি হত্যা মামলায় র‌্যাবের তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২৫ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।

সোমবার (১৫ অক্টোবর) মামলাটিতে প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্দারিত ছিল। তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ প্রতিবেদন দাখিল করেননি। এ জন্য ঢাকা মহানগর হাকিম মোরশেদ আলম ভূঁইয়া নতুন করে এ দিন নির্ধারণ করেন।

মামলাটিতে নিহত রুনির কথিত বন্ধু তানভীর রহমান, বাড়ির সিকিউরিটি গার্ড এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ গ্রেপ্তার আছেন। আসামিদের মধ্যে তানভীর জামিনে আছেন।

বিজ্ঞাপন

গত ২০১২ সালের বছর ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।

সারাবাংরা/এআই/এমআই

সাগর-রুনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর