Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৩ অক্টোবর পর্যন্ত অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদার জামিন


১৫ অক্টোবর ২০১৮ ১৯:০১

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ আগামী ২৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৫ অক্টোবর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ মামলার আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন- আইনজীবী আব্দুর রেজাক খান ও এ জে মোহাম্মদ আলী। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

এর আগে কয়েক দফায় এ মামলায় বেগম জিয়ার জামিন বৃদ্ধি করে আদালত।

প্রসঙ্গত, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি এ মামলায় খালাস চেয়ে আপিল দায়ের করেন এবং জামিনের আবেদন করেন। গত ১২ মার্চ চার মাসের জামিন দেন আদালত। যা পরে আপিল বিভাগও জামিন বহাল রাখেন।

সারাবাংলা/এজেডকে/এমও

খালেদা জিয়া জামিন জিয়া অরফানেজ ট্রাস্ট

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর