Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ বিকেলে


১৬ অক্টোবর ২০১৮ ১১:৩৭ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১১:৪৪

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেলে প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে বিকেল সাড়ে ৩টায় এ ফল প্রকাশ করবেন বলে জনসংযোগ দফতর থেকে জানানো হয়েছে।

এর আগে গতকাল ( সোমবার) বেলা ১০টা ৪৯ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘ  ইউনিটের ফল প্রকাশের কথা জানানো হয়। কিন্তু পরে দুপুর ১টা ২ ‍মিনিটে আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয় ভুলক্রমে ওই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

গত শুক্রবার (১২ অক্টোবর) ঘ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠে।

ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি সোমবার রাতে প্রতিবেদন জমা দিয়েছে।

প্রতিবেদন হাতে পাওয়ার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফল প্রকাশের এ সিদ্ধান্ত নিয়েছে।

আরো পড়ুন : ঢাবির ‘ঘ’ ইউনিটে জালিয়াতির প্রমাণ মিলেছে: তদন্ত কমিটি

সারাবাংলা/কেকে/একে

 

 

 

 

বিজ্ঞাপন

'জানালা বাংলাদেশ'র ২৪ বছর পূর্তি
২৩ জানুয়ারি ২০২৫ ২০:২৯

আরো

সম্পর্কিত খবর