Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যেখানে জঙ্গি, সেখানেই নিরাপত্তা বাহিনী অবস্থান নেবে’


১৬ অক্টোবর ২০১৮ ১৯:৫৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যেখানেই জঙ্গি থাকবে, সন্ত্রাস থাকবে সেখানেই নিরাপত্তা বাহিনী অবস্থান নিয়ে তাগের গুড়িয়ে দেবে। তাই কোনো রকম নিরাপত্তার হুমকি ছাড়াই দেশবাসীকে উৎসব করার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জঙ্গি, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। যে কারণে এসব অপরাধ এখান শূন্যে নেমে এসেছে। এখন যেখানেই জঙ্গি, যেখানেই সন্ত্রাস সেখানেই আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান করে তাদেরকে গুড়িয়ে দিচ্ছে।

তিনি আরও বলেন, এর আগে যত জঙ্গি মাথাচাড়া দিয়ে উঠতে চেয়েছে ততবারই গুড়িয়ে দিয়েছে আমাদের নিরাপত্তা বাহিনী। কিছুদিন আগে চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে হামলা হয়েছিল। সেটিও সফলভাবে ঠেকানো হয়েছে। আমরা কোনো জঙ্গিকে, কোনো সন্ত্রাসীকে এবং যারা এসব অপরাধ করছে তাদের কাউকে এ দেশে স্থান দেবো না। সাম্প্রদায়িক উসকানি যারা দেয় তাদেরকেও বাংলাদেশে স্থান দেওয়া হবে না বলে জানান স্বরাষ্টমন্ত্রী। তাই সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ভয় ছাড়া, শঙ্কা ছাড়া পালন করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ মন্দিরের পূজা কমিটির সদস্যগণ।

সারাবাংলা/এসএইচ/এমআই

জঙ্গি স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর