Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্টমার্টিন ইস্যুতে এখনও জবাব দেয়নি মিয়ানমার


১৯ অক্টোবর ২০১৮ ০৯:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত অক্টোবরে মিয়ানমারের সরকারি একটি ওয়েবসাইটে সেন্টমার্টিনকে নিজেদের অংশ হিসেবে দেখানো হয়

।। এমএকে জিলানী, স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সেন্টমার্টিন ইস্যুতে এখনও বাংলাদেশকে জবাব দেয়নি মিয়ানমার। তবে মিয়ানমারের যেসব রাষ্ট্রীয় ওয়েবসাইটে সেন্টমার্টিনকে রাখাইনের অর্ন্তভুক্ত করে মানচিত্র প্রকাশ করা হয়েছিল, সেসব ওয়েবসাইটের তথ্য-উপাত্তে পরিবর্তন করেছে তারা।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সেন্টমার্টিনের নাম বদল করে মিয়ানমার তাদের মানচিত্রে রাখাইনের অন্তর্ভুক্ত দেখিয়ে ‘মঙটাও’ নামে অভিহিত করে। বিষয়টি জানতে পেরে মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন ও’কে গত ৬ অক্টোবর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কূটনৈতিক চিঠি দেয় বাংলাদেশ। পাশাপাশি কেন এমন ঘটনা ঘটলো— মিয়ানমারের কাছে তার লিখিত ব্যাখ্যাও জানতে চাওয়া হয়।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৬ অক্টোবর দুপুরে মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন ও’কে তলব করার পর গত ১১ অক্টোবর ফের তাকে মন্ত্রণালয়ে আসতে বলা হয়। ১১ অক্টোবর রাষ্ট্রদূত উ লুইন ও’র কাছে সেন্টমার্টিন ইস্যুতে মিয়ানমারের লিখিত জবাবের বিষয়ে জানতে চাওয়া হয়। তিনি জানান, বিষয়টির জন্য মিয়ানমার আন্তরিকভাবে দুঃখিত। কেননা মানচিত্রে সেন্টমার্টিনকে মিয়ানমারের মধ্যে দেখানোর বিষয়টি ভুলক্রমে হয়ে গেছে। মানচিত্রসহ আনুষাঙ্গিক বিষয়গুলো সংশোধন করছে মিয়ানমার। শিগগিরই এ বিষয়ে ঢাকাকে আনুষ্ঠানিকভাবে জানাবে নেপিডো।

আরও পড়ুন: এখনও ম্যাপ থেকে সেন্টমার্টিনকে সরায়নি মিয়ানমার

আরও পড়ুন: সেন্টমার্টিনের মালিকানা দাবি মিয়ানমারের, রাষ্ট্রদূতকে তলব

ঢাকার কর্মকর্তারা সারাবাংলাকে বলছেন, আনুষ্ঠানিক জবাবের জন্য আরও এক সপ্তাহ অপেক্ষা করা হবে। এর মধ্যে কোনো জবাব না এলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে, মিয়ানমার ইনফরমেশন ম্যানেজমেন্ট ইউনিট (এমআইএমইউ) নামের দেশটির সরকারি একটি ওয়েবসাইটে দেখা যায়, দেশটির জাতীয় খানা জরিপ শেষে যে পরিসংখান উপস্থাপন করা হয় তাতে বাংলাদেশের সেন্টমার্টিনকে মিয়ানমারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, খানা জরিপে সেন্টমার্টিনের অধিবাসীদেরও মিয়ানমারের নাগরিক বলে দেখানো হয়েছে। মিয়ানমারের মানচিত্রের রঙের সঙ্গে সেন্টমার্টিনের রঙ মিশিয়ে দেওয়া হয়েছে, এক্ষেত্রে আন্তর্জাতিক সীমানা মানেনি দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে থেকে জানা গেছে, ১৯৩৭ সালে মানচিত্রে সেন্টমার্টিন ভারত উপমাহদেশের অংশ ছিল। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগের পর সেন্টমার্টিন ওই সময়ের পাকিস্তান অংশে ছিল। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময়েও সেন্টমার্টিন বাংলাদেশের অংশে ছিল।

সর্বশেষ ২০১৩ সালের ১৪ মার্চ সমুদ্রসীমা বিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (আইটিএলওএস) বাংলাদেশ ও মিয়ানমারের সমুদ্রসীমা বিষয়ক বিরোধ নিষ্পত্তির রায় দেন। ওই রায়েও সেন্টমার্টিনকে বাংলাদেশের অংশ হিসেবে চিহ্নিত করা হয়।

সারাবাংলা/জেআইএল/এটি

মিয়ানমার সেন্টমার্টিন সেন্টমার্টিনের মালিকানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর