আইসিইউতে কথাসাহিত্যিক শওকত আলী
৪ জানুয়ারি ২০১৮ ২০:৫৪ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৩৭
স্পেশাল করেসপন্ডেন্ট
কথা সাহিত্যিক শওকত আলীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। ৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শারীরিক অবস্থা জটিল হওয়ায় তাকে সঙ্গে সঙ্গে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। মেডিসিন বিশেষজ্ঞ ড. সমীরণ কুমার সাহার তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
শওকত আলী অচেতন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন ল্যাবএইড হাসপাতালের করপোরেট কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেনিন।
সারাবাংলা/জেএ/এমআই