Sunday 09 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিএল টি-টোয়েন্টির প্রাইজমানি ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ২১:২৯

এনসিএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়নস ট্রফি

দেখতে দেখতে শেষ দিকে এনসিএল টি-টোয়েন্টির এবারের আসর। বাকি আছে কেবল দুই ম্যাচ; দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল। আগামী ২৪ ডিসেম্বর পর্দা নামছে টি-টোয়েন্টি ফরম্যাটের এই ঘরোয়া টুর্নামেন্টের। তবে এর আগে টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ (শনিবার, ২১ ডিসেম্বর) বিসিবির মিডিয়া বিভাগ থেকে জানানো হয় চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে ২০ লাখ টাকা। রানার আপ দল পাবে ১০ লাখ টাকা। আসরের সেরা ক্রিকেটার পুরস্কার হিসেবে পাবেন ১ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলারের জন্য বরাদ্দ ৫০ হাজার টাকা করে।

বিজ্ঞাপন

এক নজরে এনসিএল টি-টোয়েন্টির প্রাইজমানি-

চ্যাম্পিয়ন : ২০ লাখ টাকা

রানার আপ : ১০ লাখ টাকা

টুর্নামেন্টের সেরা ক্রিকেটার : ১ লাখ টাকা 

সেরা ব্যাটার : ৫০ হাজার টাকা

সেরা বোলার : ৫০ হাজার টাকা 

ইতোমধ্যে রংপুর বিভাগ নিশ্চিত করেছে ফাইনাল। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ঢাকা মেট্রো ও খুলনা। জয়ী দল আগামী ২৪ ডিসেম্বর ফাইনালে খেলবে রংপুরের বিপক্ষে।

সারাবাংলা/জেটি

এনসিএল টি-টোয়েন্টি

বিজ্ঞাপন

লেবাননে ফের ইসরায়েলি হামলা, নিহত ৬
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৮

আরো

সম্পর্কিত খবর