Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ববি হাজ্জাজের দলকে নিবন্ধন দেওয়ার নির্দেশ


২১ অক্টোবর ২০১৮ ১৩:০৬

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ববি হাজ্জাজের নেতৃত্বে গঠিত নতুন দল ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন’ এর (এনডিএম) নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২১ অক্টোবর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে নিবন্ধন দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনকে (এনডিএম) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে গত ৮ জুলাই রুল জারি করেছিলেন আদালত। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ এ রায় দেন।

পরে ব্যারিস্টার রাশনা ইমাম জানান, নির্বাচন কমিশন যে আদেশ দিয়ে নিববন্ধন বাতিল করা হয়েছিল। সেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং রায় বলা হয়েছে রায়ের কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে নিববন্ধন দিতে হবে।

জাতীয়বাদী গণতান্ত্রিক আন্দোলনকে (এনডিএম) নিবন্ধন না দিয়ে গত ১১ জুন চিঠি দেয় নির্বাচন কমিশন। ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন দলটির চেয়ারম্যান মুসা বিন শমসেরের ছেলে ববি হাজ্জাজ। ২০১৭ সালের ২৪ এপ্রিল রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা হয় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

প্রসঙ্গত, ববি হাজ্জাজ একসময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন।

সারাবাংলা/এজেডকে/এমও

ববি হাজ্জাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর