Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উষ্ণ হচ্ছে দুই কোরিয়ার সম্পর্ক?


৫ জানুয়ারি ২০১৮ ১৩:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংরা ডেস্ক

উত্তর কোরিয়া আগামী ৯ জানুয়ারি দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে। শীতকালীন অলিম্পিক খেলাকে সামনে রেখে সপ্তাহের শুরুতে উত্তর কোরিয়াকে এ আলোচনার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া।

দুই কোরিয়াকে আবার এক করার উদ্দেশ্যে তৈরি দক্ষিণ কোরিয়ার বিশেষ মন্ত্রণালয় ‘ইউনিফিকেশন মিনিস্ট্রি’ এ খরব নিশ্চিত করেছে। দুই কোরিয়ার সীমান্তে অবস্থিত পানমুনজম নামক গ্রামে আলোচনা অনুষ্ঠিত হবে ।

শীতকালীন এ প্রতিযোগিতায় প্রতিনিধিদল পাঠানোর বিষয়টি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন ‘ঐক্য দেখানো ভালো সুযোগ’ হিসেবে দেখছেন।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির দপ্তরের এক কর্মকর্তা জানান, শীতকালীন অলিম্পিক খেলায় উত্তর কোরিয়া কীভাবে প্রতিনিধিদল পাঠাতে পারবে, সেই পথ বের করাটাই থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে তিনি বিশ্বাস করেন খেলায় অংশ গ্রহণের বিষয় চূড়ান্ত হওয়ার পরে উত্তর-দক্ষিণের সম্পর্ক উন্নয়নের জন্যও আলোচনার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

এরই মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রয়াস হিসেবে সপ্তাহের শুরুর দিকে উত্তর কোরিয়া তাদের যৌথ সীমান্তে একটি টেলিফোন হট লাইন চালু করেছে।

শেষবার ২০১৫ সালে দুই কোরিয়ার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

সারাবাংলা/এসআরপি

অলিম্পিক আলোচনা উত্তর কোরিয়া কোরিয়া দক্ষিণ কোরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর