Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে এবার কুড়িগ্রামে মামলা


২১ অক্টোবর ২০১৮ ২২:৫০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কুড়িগ্রাম: সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল আদালতে পাঁচ হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

ব্যারিস্টার মঈনুলের বিরুদ্ধে মাসুদা ভাট্টির মামলা

রোববার (২১ অক্টোবর) জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অ্যাডভোকেট মোছা. মাকসুদা বেগম বেবি বাদী হয়ে ব্যারিস্টার ময়নুল হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০৪, ৫০৫ ও ৫০৯ ধারায় ৫ হাজার কোটি টাকার মানহানির মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন।

ব্যারিস্টার মইনুলের ৫ মাসের আগাম জামিন

কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন মামলা দায়েরে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় বলা হয়, গত ১৬ অক্টোবর একাত্তর টিভির ‘একাত্তর জার্নাল’ টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ্য করে অবমাননাকর বক্তব্য করেন। যা সমগ্র নারী সমাজের সম্মান ও মর্যাদা ক্ষুন্ন করেছে। তার বক্তব্য মানহানিকর। মামলায় পাঁচ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

বাদী অ্যাডভোকেট মাকসুদা বেগম বেবির পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট জাকিয়া সুলতানা সুইটিসহ পাঁচ জন আইনজীবী।

আদালতের বিচারক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে সমন জারি করেন।

সমনে ব্যারিস্টার মইনুল হোসেনকে আগামী ২২ নভেম্বর আমলি আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছে আদালত।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর