Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু


২২ অক্টোবর ২০১৮ ১৯:৫৪

ফাইল ছবি

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ময়মনসিংহ : ময়মনসিংহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে এর আরোহি মারা গেছেন।

সোমবার (২২ অক্টোবর) ময়মনসিংহ-জামালপুর সড়কের মুক্তাগাছার চড়াঘাটি বাঘমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফারুক। তিনি মুক্তাগাছা উপজেলার দাওগাঁও এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ মোল্লা জানান, দুপুরে মুক্তাগাছার বাঘমারা এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারান কৃষক ফারুক। এদে উল্টে রাস্তার পাশে পড়ে যান তিনি। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানান ওসি।

পরে ফারুকের লাশ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

সারাবাংলা/এসএমএন

 

দুর্ঘটনা মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর