এবার ময়মনসিংহে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মামলা
২৩ অক্টোবর ২০১৮ ১৬:৫০
।। সারাবাংলা ডেস্ক ।।
ময়মনসিংহ : ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ময়মনসিংহের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে ভালুকা উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মনিরা সুলতানা মনি বাদি হয়ে মুখ্য মহানগর হাকিমেরে এক নম্বর আদালতে মামলাটি করেন।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে একটি টেলিভিশনের টক শো’তে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করার অভিযোগে ময়মনসিংহের আদালতে এই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
গত ১৬ অক্টোবর রাতে টেলিভিশনের টক শো’তে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করার অভিযোগ মইনুল হোসেন বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ধারায় মামলাটি করা হয়। বাদির পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পিযুষ কান্তি সরকার, রাশেদা তাহমিনা প্রীতি, শফিকুল ইসলাম ও মুসা আদালতে মামলাটি দাখিল করেন।
এর আগে কুড়িগ্রাম, রংপুর ও কুমিল্লায় ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মামলা হয়। এর মধ্যে রংপুরের মামলায় সোমবার (২২ অক্টোবর) রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আরো পড়ুন : জামিন নামঞ্জুর, কারাগারে ব্যারিস্টার মইনুল
সারাবাংলা/এসএমএন