Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছন্দে ফিরেছেন রাবেয়া বসরী


৫ জানুয়ারি ২০১৮ ১৩:৫৯ | আপডেট: ৫ জানুয়ারি ২০১৮ ১৪:০১

সিনিয়র করেসপন্ডেন্ট

গানে-কবিতায় ফের ছন্দে ফিরেছেন সেই শিক্ষিকা রাবেয়া বসরী। শুক্রবার সকাল থেকে বেশকিছু লেখালেখিও করেছেন তিনি। সেইসঙ্গে পুরনো কিছু লেখা নতুন করে ডায়েরীতেও তুলেছেন। বলেছেন, যতদিন রাজপথে থাকবেন ততোদিন যত কষ্টই হোক কিছু না কিছু লিখে যাবেন। তার লেখায় থাকবে শোষণ-বঞ্চনার প্রতিবাদ। থাকবে স্বপ্নাহত শিক্ষকদের স্বপ্ন পুনরুদ্ধারের প্রেরণা।

এমপিওভুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা ৬দিন ধরে আমরণ অনশন করছেন সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা রাবেয়া বসরী। পরিবার-পরিজনহীন এ রাজপথ জীবনে এখন তার সঙ্গী সহযোদ্ধারা। অনুপ্রেরণার উৎস তার সৃষ্টিশীল লেখালেখি। তবে বৃহস্পতিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেয়া হয়। এ সময় সারাবাংলাকে তিনি জানান, শরীরের প্রেসার কমে গেছে। জ্বর-কাশি আর মাথা ব্যাথাসহ অসুস্থতায় তিনি কাতর।

বৃহস্পতিবার চিকিৎসায় তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন। শুক্রবার সকালে তাকে বেশ ফ্রেশ মুডে দেখা যায়। শরীরের পোশাকেও পরিবর্তন ছিল। সামনে ডায়রী খুলে বসে আছেন। কলম দিয়ে মাঝে মাঝে কিছু লিখছেন।

সারাবাংলাকে তিনি বলেন, রাতে ভাল ঘুম হয়েছে। তাই লেখালেখির উৎসাহ পাচ্ছেন। তাকে নিয়ে মিডিয়া আগ্রহ দেখাচ্ছে জানিয়ে তিনি বলেন, সহকর্মীদের অনুপ্রেরণা আর মিডিয়ার আগ্রহ শত অসুস্থতার মধ্যেও আমাকে লেখালেখিতে অনুপ্রেরণা যোগাচ্ছে।

প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ধর্মঘট কর্মসূচী শুরু করে নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশন। গত ৩১ ডিসেম্বর থেকে তা আমরণ অনশনে রুপ নেয়। এখন পর্যন্ত প্রায় ১১০ জন শিক্ষক অসুস্থ হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএস

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর