Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে হোটেলে অভিযান, বিএনপির ১২ নেতাকর্মী গ্রেফতার


২৪ অক্টোবর ২০১৮ ১৫:২৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিএনপির সাত নেতাসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সরকার উৎখাতের জন্য নাশকতার পরিকল্পনা করতে বৈঠক করার অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) গভীর রাতে নগরীর কোতোয়ালী থানার রিয়াজ উদ্দিন বাজারে সাফিনা হোটেলে অভিযান চালায় পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সারাবাংলাকে বলেন, মিরসরাই থেকে এসে কয়েকজন নেতা হোটেলে নাশকতামূলক কার্যকলাপের পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছি।

গ্রেফতার ১২ জন হলেন- মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী (৫০), আব্দুর রহিম (৪৮) ও মঞ্জুরুল হক (৫৩), চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী (৬০), মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য মো.মহিউদ্দিন (৪৮), মিরসরাইয়ের মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো.মঈনউদ্দিন (৪৩) ও মো.মাসুম (২৫) এবং পাঁচ বিএনপি কর্মী হলেন- নুর নবী (৪১), নাজিম উদ্দিন (২৮), ওমর ফারুক বাবলু (২৮), জাফর ইকবাল (৪০) ও মনোয়ার হোসেন শাওন।

তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

সারাবাংলা/আরডি/এসএমএন

চট্টগ্রাম বিএনপির নেতাকর্মী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর