Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাত্রাতিরিক্ত পুষ্টিতেও শিশুর মৃত্যু হতে পারে!


২৪ অক্টোবর ২০১৮ ১৮:২১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: শিশুরা অপুষ্টিতে আক্রান্ত হলেই সর্বোচ্চ মাত্রার পুষ্টি সরবরাহ করা ঠিক নয়। শিশুটি ঠিক যতখানি অপুষ্টিতে আক্রান্ত হবে ঠিক ততটুকু মাত্রার পুষ্টিই তাকে প্রয়োগ করতে হবে। কারণ, বেশি পুষ্টি প্রয়োগ করা হলে তা অপুষ্টিতে আক্রান্ত শিশুর দেহ গ্রহণ করতে পারে না। যার ফলে শিশুর মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের শিশুরোগ বিভাগের প্রধান অধ্যাপক লায়লা ইয়াসমিন।

বিজ্ঞাপন

আজ বুধবার (২৪ অক্টোবর) কলেজে শিশুর অপুষ্টি বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে কলেজটির শিশুরোগ বিভাগ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. শ্যামল দেবনাথ এবং ডা. শায়ফা লুবনা মিলি।

সেমিনারে বাংলাদেশ ও পাশের দেশগুলোর শিশুরা কী ধরণের অপুষ্টিতে আক্রান্ত হয় এবং তার প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে আলোচনা করা হয়।

ডা. শায়ফা লুবনা মিলি বলেন, শিশুরা যে ধরণের পুষ্টির অভাবে পড়ে তা দুটি উপায়ে পূরণ করা যায়। অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশে সরকারই শিশুদের মাঝে বিনামূল্যে পুষ্টি সরবরাহ করে থাকে। যদি কোনো কারণে তা সরবরাহ বন্ধ হয় বা না পাওয়া যায় তবে চিকিৎসকরা তৈরি করে দিতে পারেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. ফারুকুল ইসলাম বলেন, আমাদের সরকার শিশু মৃত্যুর হার প্রায় শূন্যের কোটায় নিয়ে এসেছে। তবে পুষ্টি বিষয়ে জ্ঞানের অভাবে কিছু কিছু অঞ্চলে তা সম্ভব হয়নি। আমরা এমডিজি বা মিলিনিয়াম ডেভলপমেন্ট গোল অর্জন যথা সময়ে করতে পেরেছি। আশা করি এসডিজিও ঠিক সময়ে অর্জন হবে।

বিজ্ঞাপন

সেমিনারে অধ্যাপক ডা. মঞ্জুরুল কাদের, অধ্যাপক ডা. মেহতাব উল ওদুদ খান, সহয়োগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার দেবনাথ, শিশুরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. রোজিনা আক্তারসহ প্রায় শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেএ/এমআই

পুষ্টি সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর