Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিঠুন চাকমা হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ


৬ জানুয়ারি ২০১৮ ১১:০৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, খাগড়াছড়ি

ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমাকে হত্যা ও তার শেষকৃত্যে বাধা দেওয়ার প্রতিবাদে আজ খাগড়াছড়ি জেলায় সকাল–সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। অবরোধের কারণে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে কড়া নিরাপত্তার মাধ্যমে ঢাকা ছেড়ে আসা নাইট কোচগুলো জেলায় ঢুকেছে।

ইউপিডিএফের অবরোধ কর্মসূচি নিয়ন্ত্রণে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ খবর লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এর আগে, গতকাল শুক্রবার মিঠুনের লাশ দীর্ঘদিনের সংগঠন ইউপিডিএফ’র জেলা কার্যালয় স্বনির্ভর এলাকায় নিয়ে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে নিতে চাইলে স্থানীয় প্রশাসন বাধা দেয়। এর প্রতিবাদে আজ শনিবার খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফসহ সমমনা কয়েকটি সংগঠন।

গত বুধবার বেলা ১২টায় মিঠুন চাকমাকে দিবালোকে খাগড়াছড়ি সদরের স্লইচ গেইট এলাকায় গুলি করে হত্যা করার তিনদিন অতিবাহিত হতে গেলেও এখনও পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

খাগড়াছড়ি থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানিয়েছেন, মিঠুন চাকমার পরিবার থেকে অভিযোগ পেলে হত্যার বিষয়টি তদন্ত করে দেখা হবে।

সারাবাংলা/আরসি/একে

ইউপিডিএফ খাগড়াছড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর