ছাত্রলীগের সম্মেলন মার্চে : কাদের
৬ জানুয়ারি ২০১৮ ১২:৩৭
স্টাফ করেসপন্ডেন্ট
অবিলম্বে ছাত্রলীগের সম্মেলন হওয়া জরুরি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার মাসে ছাত্রলীগ সম্মেলন করুক এটাও নেত্রীর (শেখ হাসিনা) ইচ্ছা। মার্চের যে কোনো দিন এ সম্মেলন হতে পারে। দিন-তারিখ আমরা দিতে পারি না। ছাত্রলীগ নিজেরাই তাদের সম্মেলনের দিন ঠিক করবে।
শনিবার ঢাকা ইউনিভার্সিটির অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
কাদের বলেন, এখন সম্মেলন না করলে যারা বর্তমান কমিটিতে আছে তারা আওয়ামী লীগে জুনিয়র হয়ে যাবে। এখন না এলে কবে আসবে? আ’লীগ চায় ইয়াং ব্লাড। তরুণরা এখন ক্ষমতায় না এলে কবে আসবে। তাই অনতিবিলম্বে সম্মেলন জরুরি।
তিনি বলেন, শেখ হাসিনার সাহসিকতা থেকে ছাত্রলীগকে শিক্ষা নিতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে আওয়ামী লীগের খারাপ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
সারাবাংলা/এমএইচ/একে