Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ


২৯ অক্টোবর ২০১৮ ১৯:১৪

|| ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ||

দিনাজপুর : দিনাজপুর সদর উপজেলায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম।

জানা গেছে, রোববার (২৮ অক্টোবর) গভীর রাতে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে দাইনুড় সীমান্ত এলাকার ফকিরপাড়া এলাকা থেকে মঞ্জুরুল ইসলাম (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। গভীর রাতে মঞ্জুরুল ফেনসিডিল পাচার করতেন।

মঞ্জুরুলকে গ্রেফতার না দেখিয়ে সোমবার (২৯ অক্টোবর) দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ উঠেছে ৪০ হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেন এসআই রেজাউল করিম।

মাদক ব্যবসায়ী মঞ্জুরুল নিজেই সারাবাংলাকে এই তথ্য জানান। তিনি বলেন, কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম তাকে আটক করেন। পরে ৪০ হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে এ বিষয়ে কিছুই জানেন না কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম। তিনি সারাবাংলাকে বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানিনা।’

বিষয়টি সম্পর্কে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করেও এসআই রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সারাবাংলা/এসএমএন

এসআই গ্রেফতার মাদক ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর