Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ


৩০ অক্টোবর ২০১৮ ১২:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

দিনাজপুর, হিলি: দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ ট্যাবলেটসহ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (৩০ অক্টোবর) ভোর রাতে হিলি সীমান্তের মুহাড়া পাড়া মাঠ থেকে ট্যাবলেটসহ এসব পণ্য জব্দ করেছে বিজিবি সদস্যরা।

বিজিবি হিলি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার চান মিয়া জানান, কিছু চোরাকারবারি ভারত থেকে পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিজিবির বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে চোরা কারবারিরা বিজিবির অবস্থান টের পেয়ে দুইটি দেশি মোটরসাইকেলসহ মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে সাড়ে ৫ লাখ পিস ভারতীয় ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার কসমেটিক ও দুইটি মোটরসাইকলে জব্দ করে বিজিবি। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজ্ঞাপন

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১কোটি ৬০ লাখ টাকা বলে জানান এ বিজিবি কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ

বিজিবি ভারতীয় পণ্য মালামাল জব্দ হিলি সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর