নোবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
৩০ অক্টোবর ২০১৮ ১৫:৫৯
।। নোবিপ্রবি করেসপন্ডেন্ট ।।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় উপাচার্যের দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভর্তি কমিটির চেয়ারম্যান উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান ফলাফল ঘোষণা করেন।
এর আগে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও ফলাফল প্রকাশ কমিটির আহ্বায়ক কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফারুক উদ্দিন উপাচার্যের নিকট আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন।
এ বছর ছয় ইউনিটে পরীক্ষার্থীর পাশের হার যথাক্রমে ‘এ’ ইউনিটে ৮০.৬০%, ‘বি’ ইউনিটে ৯০.৭১%, ‘সি’ ইউনিটে ৭৮.৮৪%, ‘ডি’ ইউনিটে ৬৪.২৫%, ‘ই’ ইউনিটে ৬০.৬৫% এবং ‘এফ’ ইউনিটে ৪২.২৪%।
ছয় ইউনিটের অধীনে এবার ৩০টি বিভাগে সর্বমোট ১ হাজার ৩২০ শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ওয়েবসাইট (এই লিংকে) পাওয়া যাবে।
সারাবাংলা/এনএইচ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভর্তি পরীক্ষা