মার্কিন নির্বাচন ইস্যুতে দশ হাজার ভুয়া টুইটার একাউন্ট বাতিল
৩ নভেম্বর ২০১৮ ১৩:৪৯
।। আন্তর্জাতিক ডেস্ক।।
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভোট না দিতে মানুষকে উৎসাহিত করছে এমন ১০ হাজার স্বয়ংক্রিয় একাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ভুয়া একাউন্টগুলো ডেমোক্র্যাটদের নামে খোলা হয়েছিলো। তবে ডেমোক্র্যাটরাই টুইটারকে এ সম্বন্ধে অবগত করেছে। খবর রয়টার্সের।
টুইটারের এক মুখপাত্র জানান, আমরা ওসব একাউন্ট ও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি। ডেমোক্র্যাটদের সহায়তায় এই বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে একাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়।
প্রসঙ্গত, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগেও কয়েক লাখ একাউন্ট বন্ধ করেছিলো টুইটার।
বন্ধ করে দেওয়া একাউন্টগুলো মূলত ডেমোক্র্যাট প্রার্থীদের বিরুদ্ধে কাজ করছিলো। যাতে ডেমোক্র্যাট ভোটাররা ভোট দিতে নিরুৎসাহিত হয়। তবে এসব স্বয়ংক্রিয় একাউন্ট পরিচালনার পেছনে কে বা কারা জড়িত সে বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি।
সারাবাংলা/ আরএ/এনএইচ
আরও পড়ুন: মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়তে পারেন যারা