Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধ: দুই আসামির রায় সোমবার


৪ নভেম্বর ২০১৮ ১১:৩৬

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: মানবতাবিরোধী অপরাধ মামলায় হবিগঞ্জের দুই আসামির বিরুদ্ধে সোমবার (৫ নভেম্বর) রায় দেওয়া হবে।

রোববার (৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রায়ের জন্য দিন ঠিক করেন।

প্রসিকিউটর রানা দাস গুপ্ত বলেন, ‘দুই আসামির বিরুদ্ধে যে সব সাক্ষ্য প্রমাণ আমরা উপস্থিত করেছি তাতে তাদের সর্বোচ্চ শাস্তি হবে।’

লাখাই উপজেলা আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী ছাড়া অপর আসামি হলেন আমিনুল ইসলাম ওরফে রজব আলী। এই দুই আসামিই পলাতক রয়েছেন।

গত ১৬ আগস্ট এ মামলার শুনানি সমাপ্তি করে যে কোনো দিন রায় ঘোষণা করা হবে মর্মে সিএভি (অপেক্ষমাণ) রাখেন আদালত।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রানা দাস গুপ্ত ও রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে ছিলেন গাজী এমএইচ তামিম।

পরে প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বলেছিলেন, রাষ্ট্রপক্ষ থেকে এ দুই আসামির সর্বোচ্চ সাজা দাবি করে যুক্তি উপস্থাপন করা হয়েছে।

দুই আসামির বিরুদ্ধে গণহত্যা, লুটপাটসহ মানবতাবিরোধী সাতটি অভিযোগ বিচার কাজ শেষ হয়।

তদন্ত রিপোর্ট অনুযায়ী জানা যায়, ২০০৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত লিয়াকত আলী থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সভাপতি থাকা অবস্থাতেই যুদ্ধাপরাধের অভিযোগে ২০১০ সালে তার বিরুদ্ধে মামলা হয়। এছাড়া একই ধরনের অপরাধ সংঘটনের অভিযোগে রজব আলীর বিরুদ্ধে মামলা হয়।

২০১৬ সালের ১৮ মে এই দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

সারাবাংলা/এজেডকে/একে

১৯৭১ সাল মানবতাবিরোধী অপরাধ মুক্তিযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর