Thursday 05 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেয়ালে ধাক্কা খেয়ে মোটরসাইকেল খাদে, ৩ বন্ধু নিহত


৭ জানুয়ারি ২০১৮ ১১:৪৮ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৪৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নরসিংদী

নরসিংদী সদর উপজেলার মেঘনাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার পাইচার ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদের ছেলে রফিকুল ইসলাম (২৫) এবং রফিকুলের দুই বন্ধু শাহিন (৩৩) ও কাউছার (২৮)।

মাধবদী থানার ওসি ইলিয়াস মোল্লা বলেন, সকালে তিন ব্যক্তি মোটর সাইকেলে করে মেঘনা বাজার থেকে মাধবদীর দিকে যাচ্ছিলেন। ঘন কুয়াশার কারণে পথঘাট ভালো মতো দেখা যাচ্ছিল না। ধারণা করছি, কুয়াশার কারণে চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি দেয়ালে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।

সারাবাংলা/একে

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর