বাংলাদেশে এইচডব্লিউপি’র মিডিয়া ফোরাম গঠন
৭ জানুয়ারি ২০১৮ ১২:৩৯ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৪৪
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা : দক্ষিণ কোরিয়াভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন Heavenly Culture, World Peace, Restoration of Light- HWPL বাংলাদেশ চ্যাপ্টারের মিডিয়া ফোরাম গঠিত হয়েছে।
ঢাকায় এক অনুষ্ঠানে বিশিষ্ট আলোকচিত্রী ড. শহিদুল আলমকে উপদেষ্টা ও মিডিয়া ব্যক্তিত্ব খ. ম. হারূনকে আহবায়ক করে এ ফোরাম গঠিত হয়। ফোরামের যুগ্ম-আহবায়ক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদক জাহিদুল ইসলাম ও বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ও ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম। তারা দু’জনেই মিডিয়া ফোরামের পাবলিসিটি অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।
বিশ্বব্যাপী যুদ্ধ-সংঘাত, দ্বন্দ্ব ও অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ২০১৩ সালে দক্ষিণ কোরিয়ার সিউলে এই স্বেচ্ছাসেবী সংগঠন আত্মপ্রকাশ করে। বর্তমানে বিশ্বের ১২৬টি দেশে সংগঠনটির ২১৬টি অফিস রয়েছে।
সারাবাংলা/একে