নাশকতার মামলায় নারায়ণগঞ্জের বিএনপি নেতা সাখাওয়াত গ্রেফতার
৫ নভেম্বর ২০১৮ ১৯:৩৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শহরের চাষাড়া এলাকা থেকে সাখাওয়াত হোসেন খানকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ ডিবির পরিদর্শক এনামুল হক জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও এর সহযোগি সংগঠনের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় আটক জেলা বিএনপির সেক্রেটারি ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদককে গ্রেফতার দেখানো হয়েছে। গত ৩১ অক্টোবর সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন থানার উপ পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন। সেই মামলার ওয়ারেন্ট ইস্যুতে সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, ৩০ অক্টোবর মঙ্গলবার দুপুরে মহানগর বিএনপির সভাপতি আবুল কালামের অর্থায়নে বিএনপির নেতাকর্মীরা চাষাঢ়ায় সমবেত হয়ে গোপন বৈঠকের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্র ও জন নিরাপত্তা বিঘ্নিত করে ঢাকা থেকে নারায়ণগঞ্জকে বিচ্ছিন্ন করার যড়যন্ত্র করছিল বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে দুটি পুরাতন ভাঙ্গা লাল টেপ মোড়ানো জর্দার কৌটা ও চারটি ইটের টুকরা জব্দ করা হয়। ঘটনার সময়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, বিএনপি নেতা নাজমুল হাসান, ইয়াছিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেফতার হয়।
সারাবাংলা/এসএমএন