কিমের সঙ্গে ফোনালাপে মরিয়া ট্রাম্প
৭ জানুয়ারি ২০১৮ ১৭:০৫
সারাবাংলা ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্প বলেন, ‘আমি অবশ্যই উত্তর কোরিয়ার এই নেতার সঙ্গে মুঠোফোনে আলাপ করতে চাই।’
বার্তাসংস্থা রয়টার্স জানায়, শনিবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ‘আমি অবশ্যই কিমের সঙ্গে আলাপ করবো। আমার এ নিয়ে কোনও সমস্যা নেই। তবে অবশ্যই কিছু শর্ত থাকবে।’
এদিকে শুক্রবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসার বিষয়টি নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। প্রায় দুই বছর পর এক টেবিলে বসার বিষয়ে ইতিবাচক সাড়া দিল উত্তর কোরিয়া। আলোচনায় থাকতে পারে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক এবং দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের নানা বিষয়।
ট্রাম্প মনে করেন, এই আলোচনা দু দেশের মধ্যে অস্থিরতা কমাবে। উত্তর কোরিয়ার ওপর চাপ অব্যাহত রাখার ফলেই এই কূটনৈতিক সাফল্য এসেছে। তিনি বলেন, ‘দুই কোরিয়া অলিম্পিক নিয়ে একসঙ্গে আলাপে বসছে। এটি একটি বড় পদক্ষেপের শুরু। আমি নিজে এ বিষয়ে তদারকি না করলে দুপক্ষ এক সঙ্গে আলাপে বসতো না।’
কিম জং উনের বিষয়ে ট্রাম্প বলেন, ‘জানেন তো আমি বসে নেই। আমি একদমই বসে নেই। এক মুহূর্ত কিংবা শতকরা এক ভাগও নয়। কিম এটি বুঝতে পেরেছেন।’
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেবার পর থেকেই কিমকে নানাভাবে কটূক্তি করেছেন। পরমাণু ও ব্যালেস্টিক বোমাবাহী মিসাইল পরীক্ষার জন্য উত্তর কোরিয়ার এই নেতাকে ট্রাম্প ‘রকেট ম্যান’ বলেছিলেন।
যুক্তরাষ্ট্রের দিকে বোমা নিক্ষেপের সুইচ কিমের টেবিলে আছে, এমন খবরের জবাবে ট্রাম্প গত সপ্তাহে এক টুইটার বার্তায় জানায় তার কাছে আরও শক্তিশালী বোমার সুইচ রয়েছে।
সারাবাংলা/এনএস/এমআই